আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শক্তিশালী সিঙ্গাপুর। স্টেডিয়ামের গেট খোলার বহু আগেই ভক্তদের উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা এলাকা—তুলে নেওয়া হয়েছে ১৮,৩০০ টিকিটের সবকটিই, যা অনলাইনে মুহূর্তেই ‘সোল্ড আউট’ হয়।
জাতীয় পতাকা হাতে, দলীয় জার্সিতে সজ্জিত হয়ে গুলিস্তান চত্বরে ভক্তদের ঢল দেখে মনে হয় যেন উৎসব—not just a game, it’s a celebration.
গ্যালারির বাইরেও যেন খেলা শুরু—কেউ হামজা চৌধুরীর হেয়ারস্টাইল কপি করেছেন, কেউবা প্ল্যাকার্ড হাতে ছুটে এসেছেন, যেখানে লেখা—‘বাংলার ফুটবল ফিরে আসুক’। আরেক প্ল্যাকার্ডে লেখা হৃদয়ছোঁয়া বার্তা: “হামজা-শমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা-মেঘনা-যমুনা।”
নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৫টার পর গেট বন্ধ রাখা হবে। এর আগেই প্রবেশের জন্য প্রতিটি গেটের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন হাজারো দর্শক।
তাদের জন্য থাকছে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা—ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসহ দেশজুড়ে নানা স্থানে থাকছে লাইভ দেখার আয়োজন।
সাবেক অধিনায়ক আমিনুল হকের উদ্যোগে রূপনগর-পল্লবী এলাকার ১২টি জায়গায় হচ্ছে বড় পর্দার আয়োজন, যেন সবাই খেলার উত্তেজনায় শরিক হতে পারেন।
সৌদি আরবে ২০২৭ সালের এশিয়ান কাপ মূল পর্বে জায়গা পেতে হলে আজকের ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশজুড়ে সমর্থকদের আশা—বাংলাদেশ দল বাছাইপর্ব শুরু করুক জয়ে ভর করে।