
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের যোদ্ধারা।
প্রথম থেকেই দুই দলের মধ্যে ছিল সমানে সমান লড়াই। প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও নিজেদের আধিপত্য ধরে রেখে ২৫-২১ পয়েন্টে জিতে নেয় স্বাগতিকরা।
তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। বেশ দাপট দেখিয়ে ২৫-১৫ পয়েন্টে জয় তুলে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে খেলা হয় আরও টানটান উত্তেজনায়, যেখানে ২৫-২২ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায় শ্রীলঙ্কা।
নির্ধারণী পঞ্চম সেটে দুই দলের মধ্যে সমান লড়াই চলে। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ১১-১১ পয়েন্টে। শেষ মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্সে ১৫-১১ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের নাঈম ম্যাচসেরা নির্বাচিত হন।