বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপ ২০২৫-এর মূল পর্ব নিশ্চিত করেছিল। তবে আজকের শেষ গ্রুপ ম্যাচ ছিল মর্যাদার লড়াই। তুর্কমেনিস্তানের বিপক্ষে ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এই ম্যাচে পিটার বাটলারের দল দেখিয়ে দিল—তারা শুধুই মূল পর্বে উঠেই থামেনি, বরং পুরো বাছাই পর্বেই ছিল অপ্রতিরোধ্য। দলটি ৭-০ গোলের বিশাল জয় নিয়ে শেষ করলো তাদের গ্রুপ মিশন।
সি গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচেই জয়। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ এবং আজ তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে হারিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে মেয়েরা। পুরো টুর্নামেন্টে দলটি করেছে ১৬ গোল, বিপরীতে হজম করেছে মাত্র ১টি।
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ৩ মিনিটেই স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একে একে গোল করেন শামসুন্নাহার (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪২ মিনিট) এবং তহুরা খাতুন (২০ মিনিট)। প্রথমার্ধেই ৭-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও ম্যাচ ছিল একপাক্ষিক।
এই জয়ে বাংলাদেশের মেয়েরা শুধু গ্রুপ সেরা নয়, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শক্ত বার্তাও দিয়েছে। বিশেষ করে মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারানো এবং টানা দুই ম্যাচে ৭-০ গোলে জয় পাওয়া নিঃসন্দেহে দেশের নারী ফুটবলের জন্য এক বড় মাইলফলক।
বাফুফে সূত্র জানিয়েছে, বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে ঢাকায় ফিরবে এবং মধ্যরাতেই ফুটবলারদের জন্য সংবর্ধনার আয়োজন থাকবে। নারী ফুটবলের এই সাফল্য উদযাপন করতে প্রস্তুত পুরো দেশ।