1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভূমি পেডনেকরের ঠোঁট নিয়ে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী - RT BD NEWS
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

ভূমি পেডনেকরের ঠোঁট নিয়ে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমি পেডনেকরের ঠোঁট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পর চেহারা বদলে যাওয়ায় কটাক্ষ করছেন নেটিজেনরা।

অভিনয়গুণে বলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন ভূমি পেডনেকর। সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন একাধিক ছবিতে। তবে সাম্প্রতিক সময়টা একেবারেই স্বস্তিদায়ক নয় তার জন্য। মুখে অস্ত্রোপচারের কারণে চেহারায় কিছুটা পরিবর্তন আসায়, সামাজিক মাধ্যমে কুৎসিত মন্তব্যের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমির নতুন ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ঈশান খট্টর। সিরিজের কনটেন্ট বা অভিনয় নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি চলছে সমালোচনা অভিনেত্রীর ঠোঁট নিয়ে। নেটিজেনদের ভাষায়, “সিরিজে ভূমির ঠোঁটই যেন প্রধান চরিত্র। আগের সৌন্দর্য হারিয়ে গেছে অস্ত্রোপচারে।”

এসব সমালোচনার জবাবে মুখ খুলেছেন ভূমি নিজেই। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে অভিনেত্রী বলেছেন— “আমি বুঝতে পারি না, মানুষ এত সমস্যার মধ্যে পড়ে কেন? এই ঠোঁট পাওয়ার জন্য অনেকে লাখ লাখ টাকা খরচ করে। তাই সবাইকে বলি, নিজের মতো বাঁচো। যেটা ভালো লাগে, সেটাই করো। কে কী বলল, তা পাত্তা দেওয়ার দরকার নেই।”

‘দ্য রয়্যালস’-এ প্রথমবার পর্দা ভাগ করেছেন ভূমি পেডনেকর ও ঈশান খট্টর। দর্শকদের প্রত্যাশা ছিল দুই তারকার রসায়নে পর্দা জমে উঠবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। সিরিজে তাঁদের কেমিস্ট্রি নিয়ে দর্শকরা বেশ হতাশ। ফলে অস্ত্রোপচার-নির্ভর সমালোচনার পাশাপাশি, পারফরম্যান্স ও কনটেন্ট নিয়েও উঠেছে প্রশ্ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট