1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

দীর্ঘ ১৬ বছর পর খুলনার দিঘলিয়ায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, মিন্টু সভাপতি, রকিব সাধারণ সম্পাদক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘ ১৬ বছর পর খুলনার দিঘলিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।
দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে  সম্মেলন শুরু হয়।
২০০৯ সালের পর এটাই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। সম্মেলন উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল-শোভাযাত্রাসহ সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক  বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম।
দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন বিকাল সাড়ে ৫ টা থেকে   ভোটগ্রহণ শুরু হয়ে  সভাপতি। এমন সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক । এতে ২৮৪  জনের মধ্যে ২৭৮ জন  কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হাসিবুল হোসেন সাদ্দাম তার নিজ ভোট প্রয়োগ করতে পারেনি।
 নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এম. সাইফুর রহমান মিন্টু আনারস প্রতীক নিয়ে ২৪৮ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ হাফিজুর রহমান  ছাতা প্রতীক নিয়ে ২২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল রকিব মল্লিক তালা প্রতীক নিয়ে ২৪০ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক  টিউবয়েল প্রতীক ৮ ভোট পেয়েছেন।
 সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোল্লা নাজমুল হক (সিলিং ফ্যান ১৬০ ) ,  মোল্লা মনিরুজ্জামান (দেয়াল ঘড়ি ১১৯) ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান( ঘোড়া ২০ ) , মো. আকিদুল শরীফ( আপেল ৯৬ ) , শরীফ ইমাদুল (টিয়া পাখি ৪৯) ও  হাসিবুল হোসেন সাদ্দাম ( চশমা ৫৭)  নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে।
এদিকে সম্মেলনকে ঘিরে দিঘলিয়ার হাট-বাজার, চা দোকান থেকে গ্রামগঞ্জে সরব ছিল আলোচনার ঝড়। প্রার্থীরা গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়ান।
সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন,  মোল্লা বিল্লাল হোসেন , মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন,  খন্দকার ফারুক হোসেন, আবুল কালাম আজাদ , সেলিম রেজা ,জাসেদ কবির জুয়েল , আব্দুল্লাহ আল মামুন নিপু, অহিদুজ্জামান রানা ,  সাজ্জাদ হোসেন, আলামিন মোল্লা , জহিরুল ইসলাম সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। তাদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট