1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা

শৈলকুপায় সরকারি গাছ কেটে নিলো বিএনপি নেতা!

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
ঝিনাইদহ: সারুটিয়া থেকে প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু
ঝিনাইদহ: সারুটিয়া থেকে প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে সরকারি জায়গা থেকে প্রকাশ্যে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার সকালে কাতলাগাড়ী-লাঙ্গলবাধ সড়কের পাশে কাতলাগাড়ী বালিকা বিদ্যালয়ের পেছনের সেচ খালের পাড় থেকে একটি মেহগনি গাছ কেটে নেয়া হয়। অভিযোগের তীর সারুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, তার ভাই পল্টু এবং চাচা আব্দুল মজিদের দিকে।

স্থানীয়রা জানান, দিনের আলোয় সরকারি খাস জায়গা থেকে গাছ কেটে নেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে শৈলকুপা প্রেসক্লাবের সদস্য রাজিব মাহমুদকে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন অভিযুক্তরা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী রশীদ হোসেন বলেন, “সরকারি জায়গার গাছ কেউ কেটে নিতে পারে না। বিষয়টি আমাদের অফিসকে জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা প্রথম ঘটনা নয়। বাবলু এর আগেও সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় জড়িত ছিল। আজ পুলিশ এসেও গাছ কাটা বন্ধ করতে পারেনি।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাবলু দাবি করেন, “গাছটি আমাদের লাগানো, আর পানি উন্নয়ন বোর্ডের মৌখিক অনুমতি ছিল।”

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসীন উদ্দিন একথা সরাসরি অস্বীকার করে বলেন, “আমাদের কোনো অনুমতি ছাড়াই তারা গাছটি কেটেছে। এটি আমাদের জায়গা, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট