ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে সরকারি জায়গা থেকে প্রকাশ্যে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার সকালে কাতলাগাড়ী-লাঙ্গলবাধ সড়কের পাশে কাতলাগাড়ী বালিকা বিদ্যালয়ের পেছনের সেচ খালের পাড় থেকে একটি মেহগনি গাছ কেটে নেয়া হয়। অভিযোগের তীর সারুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, তার ভাই পল্টু এবং চাচা আব্দুল মজিদের দিকে।
স্থানীয়রা জানান, দিনের আলোয় সরকারি খাস জায়গা থেকে গাছ কেটে নেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে শৈলকুপা প্রেসক্লাবের সদস্য রাজিব মাহমুদকে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন অভিযুক্তরা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী রশীদ হোসেন বলেন, “সরকারি জায়গার গাছ কেউ কেটে নিতে পারে না। বিষয়টি আমাদের অফিসকে জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা প্রথম ঘটনা নয়। বাবলু এর আগেও সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় জড়িত ছিল। আজ পুলিশ এসেও গাছ কাটা বন্ধ করতে পারেনি।”
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাবলু দাবি করেন, “গাছটি আমাদের লাগানো, আর পানি উন্নয়ন বোর্ডের মৌখিক অনুমতি ছিল।”
তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসীন উদ্দিন একথা সরাসরি অস্বীকার করে বলেন, “আমাদের কোনো অনুমতি ছাড়াই তারা গাছটি কেটেছে। এটি আমাদের জায়গা, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”