অভিনয়ের গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নাম লেখালেন। তিনি হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই সম্মান অর্জন করলেন। দীপিকার সঙ্গে নাম এসেছে হলিউডের তারকা ডেমি মুর, এমিলি ব্লান্ট, র্যাচেল ম্যাকঅ্যাডামস, ও টিমোথি শ্যালামেটের মতো বিখ্যাতদের।
বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডে ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকা ঘোষণা করা হয়। দীপিকার নাম ঘোষণা হয় মোশন পিকচার ক্যাটাগরিতে। ভারতের সংবাদমাধ্যম আজকাল ও সংবাদ প্রতিদিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এই অর্জনের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লিখেছেন মাত্র একটি শব্দ— “কৃতজ্ঞতা”, যা তার আবেগ, গর্ব ও দায়িত্ববোধের পরিচয় বহন করে।
২০১৭ সালে ‘xXx: Return of Xander Cage’ দিয়ে দীপিকা হলিউডে অভিষেক করেন। বলিউডে একের পর এক সফল সিনেমার মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে শীর্ষে অবস্থান ধরে রেখেছেন। টাইম ম্যাগাজিন ২০১৮ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে নির্বাচন করে। সেই বছর তিনি টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড-ও পান।
১৯৬০ সালে সাবু দস্তগীর ছিলেন প্রথম ভারতীয় যিনি ‘ওয়াক অফ ফেম’-এ জায়গা পেয়েছিলেন। দীর্ঘ ৬৫ বছর পর এই মর্যাদা পেলেন দীপিকা পাড়ুকোন, যা ভারতের জন্য এক বিশাল গৌরবের বিষয়।
দীপিকা ইতোমধ্যে কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে ইতিহাস সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন সাফল্যের সঙ্গে।
সম্প্রতি মাতৃত্বজনিত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে থাকলেও তিনি শিগগিরই বড় পর্দায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন। দীপিকার ক্যারিয়ারের এই নতুন অধ্যায় তার ভক্তদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।
দীপিকা পাড়ুকোনের ওয়াক অফ ফেম অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় বিনোদন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতির নতুন মাইলফলক। তিনি প্রমাণ করেছেন, যোগ্যতা, পরিশ্রম ও দৃঢ়তা থাকলে সীমান্ত পেরিয়ে বিশ্বমঞ্চেও দ্যুতি ছড়ানো সম্ভব।