1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ঢাকায় অনুভূত ভূমিকম্পের মাত্রা ৪.৩: উৎপত্তিস্থল বাড্ডা, ইউএসজিএস জানাল ভিন্ন তথ্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ঢাকায় রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল বাড্ডা হলেও ইউএসজিএস জানায় ভিন্ন তথ্য। তিনদিনে তিনটি ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে।

রাজধানী ঢাকায় শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ৩.৭। তবে পরে আপডেট তথ্য দিয়ে জানানো হয়, ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৪.৩।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা, যা আগারগাঁও সিসমিক সেন্টার থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্বে অবস্থিত। দ্রুত অনুভূত এই ঝাঁকুনি রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে আতঙ্কিত করে তোলে।

আবহাওয়া অফিসের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর বলেন, “শনিবার সন্ধ্যায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা। প্রাথমিকভাবে মাত্রা ৩.৭ বলা হলেও পরে ৪.৩ নিশ্চিত হয়েছে।”

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩, তবে তাদের তথ্য অনুযায়ী উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে রাজধানীসহ আশপাশের এলাকায় অনুভূত হয় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। যদিও শুরুতে আবহাওয়া অফিস জানিয়েছিল, উৎপত্তিস্থল সাভারের বাইপাইল।

এরও আগে শুক্রবার সকালে দেশজুড়ে অনুভূত হয়েছিল ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। এতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, দেয়ালে ফাটল দেখা দেয় এবং আতঙ্কিত মানুষ ছুটোছুটি করে বেরিয়ে আসে। ওই ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত এবং ৬০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

দেশে পরপর তিনদিনে তিনটি ভূমিকম্পের ঘটনা বিশেষজ্ঞদের মতে সতর্কবার্তা। তারা বলছেন, ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে ভবন নিরাপত্তা, দুর্যোগ প্রস্তুতি এবং ভূমিকম্প সচেতনতা আরও জোরদার করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট