1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট

হোসেন মনির
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
‘ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার’—শুধু একটি প্রবাদ নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তা সংকট পর্যন্ত এই প্রবাদ আজও প্রাসঙ্গিক।

জীবনে একটি বাঙালীকে বছরে একবার হলেও পরিবার,স্কুল,কলেজ বা পথেঘাটে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক পরিস্থিতিতে শুনতে হয় যে কথাটি তাহলো,”ঢাল নেই-তলোয়ার নেই,নিধিরাম সরকার”!

আমি যখন প্রাইমারী স্কুলে থ্রী কিংবা ফোর এ পড়তাম তখন একবার নওফেল স্যারের কাছে একথা শুনেছিলাম। কথাটি শুনে কিছুই বুঝিনি। কিন্তু ভীষন ভাললেগেছিলো।

দ্বিতীয়বার যখন “ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার” কথাটি শুনলাম তখন বুঝলাম “ইহা একটি চোখে দু আংগুল দিয়ে গুতো মারার মতোন বা আপনাকে আপনার অওকাদ বা সামর্থের কথা মনে করিয়ে দেয়া এবং এটাই আমার জীবনের প্রথম “বাপের হোটেল আর আমি”- এই দুইয়ের এক আকাশ পার্থক্য বুঝতে সাহায্য করেছিলো! তখন আমি সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্র। কথাটি শুনে তখন একটু লজ্জা-গোস্বা-অপমানিতবোধ করেছিলাম।এমনকি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে হিসেবে উৎসাহও পেয়েছিলাম। যখন মহল্লার বাল্যবন্ধুদের নিয়ে একটি ফুটবল ক্লাব করার চেষ্টা করেছিলাম আমার বাবা ও তাঁর কলিগদের সামনে একটি মিটিংয়ের আয়োজন করে। মিটিংটি খোলা আকাশের নিচে হচ্ছিলো।মিটিংয়ে আমার বাল্যবন্ধু বিদ্যূতের বাবা পুলক কাকা,আঃ আজীজ কাকা,তৈয়ব কাকা,আমার বাবাসহ আরো অনেকে এবং আমার বড় ভাই,মহল্লার বড় ভাই নওশাদ দাদা,বন্ধু মুকুল,নিউটনসহ ছোট ভাই জাহাঙ্গীর ও শহিদুলরা উপস্থিত ছিলো। প্রথমে বড় ভাইরা কাকাদের কিছু বললেন কিন্তু আমি যেহেতু উদ্যোক্তা তাই আমাকে আমার বক্তব্য পেশ করতে বললো, আমি বললাম আমাদের একটি ফুটবল,ক্রিকেট সেট,ভলিবল,দাবা আরো কিছু বলা শেষ না হতেই উপস্থিত এক আংকেল বলে ফেললেন,” ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার “-একটি ফুটবল নেই খেলার আবার ক্লাব ও অন্যান্য খেলার সামগ্রী,ক্লাব করার জায়গা দেবে কে? চুপসে গেলাম! তবু পুলক কাকা বললেন, ক্লাবের নাম হবে” কিশোর সংঘ”। ২ টাকা করে চাঁদা তুলে একটি ডিয়ার ফুটবল কিনতে পেরেছিলাম।

আরোও নানান অভিজ্ঞতায় মোড়ানো আছে এই নিধিরাম সরকার কিন্তু জীবন বাস্তবতায় একটি সত্যিকারের নিধিরাম সরকার দেখেছি এবং দেখে আসছি। প্রিয় পাঠক,আপনারা যে কেউ চাইলেই আয়না দাঁড়িয়ে নিজেকে দেখুনতো কেমন লাগছে? হাসছেন নাকি কাঁদছেন? আমিতো আমাকে প্রতিদিন দেখছি কিন্তু সরকার হিসেবেই দেখছি এবং পাচ্ছি শুধু ঢাল ও তলোয়ারটুকুই নেই-এই যা আর কি! এখনতো মাসের বেতন মাসে নেই,রাস্তাঘাটে স্বচ্ছল মানুষ নেই,মুখে হাসি নেই,পেছনের চামড়া ঢাকার কাপড় নেই,ফলফলাদি দোকানীদের-গরু মুরগীর মাংস বিক্রেতাদের লালবর্ণের চেহারা ও গোঁফে তা নেই, রাজনৈতিক নেতৃবৃন্দের জ্বালাময়ী ভাষণ নেই আরোও অনেক কিছু নেই। শুধু নিধিরাম বাবু ছাড়া!

জীবনবাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমার চোখে, “ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার” হিসেবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত ফাঁকা গর্বিত ভাব লেনেওয়ালা সাংবাদিকদেরই মনে হয়! রাষ্ট্রের কল্যানে জনসাধারণের মনের কথা চাওয়া-পাওয়া,অসুবিধা রাষ্ট্রকে ভবিষ্যতে করণীয় বিষয়গুলোকে তৃণমূল থেকে তুলে রাষ্ট্রের স্বার্বভৌম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-সেই সাংবাদিককে আবার সন্ত্রাসী চাঁদাবাজরা তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করে তাও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে-সাধারণ জনগনের সামনে তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কি নিধিরাম সরকার নয়? সাংবাদিকদের ঢাল নেই-তলোয়ার নেই তাহলে কি নিধিরাম সরকার নয়? জাতীর বিবেককে যদি এভাবে জীবন দিতে হয় সন্ত্রাসী চাঁদাবাজদের দ্বারা তাহলে রাষ্ট্র পরিচালনাকারীরা ঢাল-তলোয়ার থাকতেও কেন নিধিরাম সরকার হয়?
বাংলাদেশেই একমাত্র একটি প্রাণী আছে যারা নিজস্ব পলিসির বাহানা দিয়ে একজোট হতে পারে না আর তারাই নিধিরাম সরকার হয়ে রয়।

বর্তমান সরকারের সব আছে সাথে আছে মব,সেনাবাহিনী,বিডিআর,পুলিশ আরোও নানান সংস্থা ও অস্ত্রগোলাবারুদ তবু কেন নিধিরাম সরকার রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত সাংবাদিকদের নিরাপত্তা দিতে?
তবে কি নিধিরাম সরকার হয়ে উঠুক সরকারে আর সরকার হোক নিধিবাবু?
বন্ধ হোক সাংবাদিক নির্যাতন ও হত্যা-চলুক কলম প্রতিবাদের-বেঁচে থাকার-এ লড়াইয়ে জিততে হবেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট