1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। র‍্যালি, আলোচনা সভা ও অতিথিদের বক্তব্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়ে তরুণদের অঙ্গীকার

দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তাই দুর্নীতিকে প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেন প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। তিনি বলেন, প্রতিটি পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শিক্ষার্থীদের দুর্নীতি-বিরোধী অবস্থান বাংলাদেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর দিঘলিয়া উপজেলায় উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতেই জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন অতিথিরা। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুধীজন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক এবং সেনহাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।

সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে জনগণের ভূমিকা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, দিঘলিয়া থানা এসআই আদর্শ, তারা সবাই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, চন্দনীমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি. এম. মোসারফ হোসেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন এবং দিঘলিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট