খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়ায় এক গৃহবধূর শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে সৈকত (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মফিজুলের ছেলে এবং স্থানীয়ভাবে মাদক সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত।
এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ মো. মোশারেফ হোসেনের স্ত্রী দুপুর আনুমানিক ১২টার দিকে তার ছেলে আবু হুরাইরাকে আনতে বাড়ি থেকে বের হন। বারাকপুর মলিকুলের বাড়ির সামনে পৌঁছালে সৈকত পিছন থেকে এসে হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সৈকত তাকে এলোপাতাড়িভাবে মারধর করে এবং ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ও কামারগাতী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সৈকতকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মোশারেফ হোসেন খুলনা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে প্রথমে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডারের কাছে এবং পরে থানায় গিয়ে মামলা দায়ের করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৬, তারিখ ১২/০৮/২০২৫) দায়ের হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি সৈকত এলাকায় মাদকাসক্ত এবং এর আগে হামলা ও মারপিটের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।