1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খুলনার দিঘলিয়ায় ফেরি ভাড়া নিয়ে ট্রাক শ্রমিক ও ইজারাদারের সংঘর্ষ, প্রশাসন সাময়িক ফেরি বন্ধ রাখল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া নগরঘাটা ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ট্রাক শ্রমিক ও ফেরির ইজারাদারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফেরি সাময়িক বন্ধ রাখে এবং পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।

খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাটা (ভৈরব নদে) ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও ফেরির ইজারাদার কামাল মিয়ারের কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন ফেরির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ নভেম্বর) সকাল প্রায় ৯টার দিকে একটি অজ্ঞাত ট্রাক নগরঘাটা ফেরি পার হয়ে খুলনার দিঘলিয়া পারের দিকে যাচ্ছিল। ফেরিতে ট্রাক পারাপারের জন্য ২৫০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও ট্রাক চালককে ১,২০০ টাকা দাবী করা হয়। এতে ট্রাক চালক ও ফেরির ইজারাদারের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

পরবর্তীতে সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় ট্রাক চালকের পক্ষে ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি ফেরিতে এসে ইজারাদারের ম্যানেজার কাকন ও রাজুকে খুঁজতে থাকেন। এ সময় ফেরি স্টাফ মিঠুনকে কাকনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায় মিঠুনকে মারধর করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ও যৌথ বাহিনী কমান্ডারের উপস্থিতিতে প্রশাসনের নজরদারিতে ফেরি পুনরায় চালু করা হয়েছে। পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপদে ফেরি চলাচল নিশ্চিত করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানিয়েছেন, আগামী ১০ তারিখে ফেরি টোল ও শ্রমিকদের বিষয় নিয়ে স্থায়ী সমাধান নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, নগরঘাট ভৈরব নদে ফেরিতে নিয়মিতভাবে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি আদায় করা হচ্ছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও এ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ফেরি পরিচালনায় প্রশাসনের সরাসরি নজরদারির মাধ্যমে টোল আদায় ও সেবা স্বাভাবিক রাখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট