1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিঘলিয়া উপজেলা আইন-শৃঙ্খলা সভায় খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
দিঘলিয়া উপজেলা আইন-শৃঙ্খলা সভায় খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় উপজেলার খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন— “খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রশাসন নজরদারি বাড়াবে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে, এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল আব্দুর সাত্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য প্রতিনিধি ডাঃ তাসনিয়া, সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা, শিক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

সভা শেষে সকাল ১২টায় একই স্থানে অনুষ্ঠিত হয় খোলাবাজারে খাদ্যশস্য (ওএমএস) ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও আরিফুল ইসলাম।

উপজেলার তিনটি পয়েন্টে ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন, সেনহাটিতে: আমেনা বেগম, বারাকপুরে: শেখ মহাসিন আলী, উপজেলা চৌরাস্তা মোড়ে: ভাই ভাই এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, শেখ মোসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুল গনি, মোঃ মিলন, গাজী রশিদ, নূর হোসেন নূর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট