ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থী ঘোষণা করায় খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের ভ্রাতুষ্পুত্র এবং কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম (জিএস পদে), জগন্নাথ হল শাখার প্রসেনজিৎ বিশ্বাস (এজিএস পদে) এবং বিজয় ৭১ হল শাখার ছাত্র মাহফুজুর রহমান (সাহিত্য সম্পাদক পদে)।
এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজন, ওহিদুজ্জামান বেলাল, সোহেল রানা, অমিত কুমার, আবিদ আজাদ, আশরাফুল ইসলাম সাবু প্রমুখ। এছাড়াও আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম নয়ন, মজিদ কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব গাজী, সাধারণ সম্পাদক বাপ্পি শেখসহ বিভিন্ন কলেজ ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে।