বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রহ্মগাতী সুতিরকুল ঈদগাহ ময়দান থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের মাঝে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে চায়। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কুরআনের ভিত্তিতে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা শূরা সদস্য মাওলানা মুশফিকুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ মানসুরসহ স্থানীয় নেতারা। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের দিঘলিয়া পূর্ব ও পশ্চিম থানা শাখার সভাপতি খালিদ সাইফুল্লাহ ও হাফেজ তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও তা কার্যকর করছে না। অবিলম্বে এ সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, গুম-খুন ও জুলাই গণহত্যাকারীদের বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
জামায়াতে ইসলামী’র পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিঘলিয়া উপজেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।