খুলনার দিঘলিয়া উপজেলায় সাম্প্রতিক চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (৪ আগস্ট) দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও টহল জোরদার করা হয়।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, “সম্প্রতি এলাকায় চুরি, মাদক কারবার ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিতভাবে যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দিঘলিয়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করা।”
তিনি আরও বলেন, “শান্তিপ্রিয় নাগরিকদের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। তাই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের পাশে থাকার অনুরোধ করছি।”
স্থানীয় বাসিন্দারা যৌথ অভিযানের প্রশংসা করে জানান, এই উদ্যোগে তারা স্বস্তি বোধ করছেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নত হচ্ছে বলে মনে করছেন। দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।