1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত দিঘলিয়ায় ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলা আইন-শৃঙ্খলা সভায় খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঝিনাইদহে দুর্নীতি বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করায় প্রতিষ্ঠানে জরিমানা

দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, বিএনপি নেতাদের নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে সেনহাটি এলাকায় এই সভায় বিএনপি নেতারা নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং সংসদীয় আসনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু সভায় বলেন— “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন।”

তিনি আরও বলেন— “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের সংসদীয় আসনে মূল্যায়ন, কর্মসংস্থান ও নেতৃত্বের বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত রয়েছে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম বলেন, “২০১৩ সালে দলীয় প্রোগ্রাম শেষে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসী তৌহিদুলের নেতৃত্বে আমি আহত হই। এখনো তার বিচার হয়নি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পলি আক্তার। প্রধান অতিথি: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, প্রধান বক্তা: জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট সেতারা বেগম।
বিশেষ অতিথি, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এম সাইফুর রহমান মিন্টু (উপজেলা আহ্বায়ক, বিএনপি), আতাউর রহমান রুনু (জেলা স্বেচ্ছাসেবক দল)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কাজী জাহেদা (সাংগঠনিক সম্পাদক, জেলা মহিলা দল), মুন্নি বেগম (সহ-সভাপতি), নাসিমা আক্তার পলি (সদস্য), রিনা পারভীন (সভাপতি, উপজেলা মহিলা দল)।

সভায় আরও অংশ নেন— গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, জাশেদ কোবির জুয়েল, মাহমুদুল হাসান মিঠু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, মামুন রেজা অপু, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি ও মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট