খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে সেনহাটি এলাকায় এই সভায় বিএনপি নেতারা নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং সংসদীয় আসনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু সভায় বলেন— “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন।”
তিনি আরও বলেন— “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের সংসদীয় আসনে মূল্যায়ন, কর্মসংস্থান ও নেতৃত্বের বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত রয়েছে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম বলেন, “২০১৩ সালে দলীয় প্রোগ্রাম শেষে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসী তৌহিদুলের নেতৃত্বে আমি আহত হই। এখনো তার বিচার হয়নি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পলি আক্তার। প্রধান অতিথি: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, প্রধান বক্তা: জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট সেতারা বেগম।
বিশেষ অতিথি, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এম সাইফুর রহমান মিন্টু (উপজেলা আহ্বায়ক, বিএনপি), আতাউর রহমান রুনু (জেলা স্বেচ্ছাসেবক দল)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কাজী জাহেদা (সাংগঠনিক সম্পাদক, জেলা মহিলা দল), মুন্নি বেগম (সহ-সভাপতি), নাসিমা আক্তার পলি (সদস্য), রিনা পারভীন (সভাপতি, উপজেলা মহিলা দল)।
সভায় আরও অংশ নেন— গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, জাশেদ কোবির জুয়েল, মাহমুদুল হাসান মিঠু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, মামুন রেজা অপু, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি ও মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।