
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ বিষয়ে আশরাফ হোসেন থানায় লিখিত অভিযোগও দাখিল করেছেন।
অভিযোগে আশরাফ হোসেন উল্লেখ করেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তাকে সামাজিকভাবে হেয় করা এবং তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সজিবুল খাঁন আপত্তিকর ভাষায় পোস্ট করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কার্যকলাপ না করে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, সামাজিক ও পেশাগত মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের কুরুচিপূর্ণ পোস্ট গণমাধ্যমের স্বাধীনতা এবং ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত। তাই দ্রুত তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রেসক্লাব নেতারা।