ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসীবাদের পতন দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী গণমিছিল ও পথসভা আয়োজন করেছে। মঙ্গলবার বাদ আসর পানিগাতী বাঁশের হাট থেকে মিছিলটি শুরু হয়ে পথের বাজার বটগাছের মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ সাইফুল্লাহ মানসুর, মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মুহাম্মদ শওকত আকবর, মুহাম্মদ শফিকুর রহমান এবং মুহাম্মদ আব্দুল কাদের।
এছাড়া বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, তাসলিম হাসান টুটুল, মুহাম্মদ বদিউজ্জামাল আজাদ, আহসানুল হক হিরো, মোঃ মুরাদুর রহমান এবং মোল্যা খলিলুর রহমানসহ আরও অনেকে।
স্থানীয় নেতারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রেখে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।