1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ

খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে সভা অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত হলো রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় ও ‘রূপান্তর’ এনজিওর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম হোসেন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল এবং মূল বক্তব্য উপস্থাপন করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ।

সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, দিঘলিয়া থানার এসআই লিটন কুমার মন্ডল, আনছার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার খানম, টিটিসির ইন্সট্রাক্টর মো. আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম এবং দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ইউডিসি উদ্যোক্তা ও সিটিসি সদস্যরা।

সভায় জানানো হয়, রেফারেল পাথওয়ে কাঠামোর মাধ্যমে মানব পাচারের শিকার নারী-পুরুষদের জন্য মানসিক, সামাজিক ও আইনি সহায়তা নিশ্চিত করা হবে। এই কাঠামো পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের অধীন জাতীয় মানব পাচার দমন সংস্থা।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “শুধু উদ্ধার নয়, বরং ভিক্টিমদের ন্যায়বিচার, পুনর্বাসন এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে এ রেফারেল কাঠামো কার্যকর ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত সকলে মানব পাচার প্রতিরোধে সমাজের সকল স্তরের অংশগ্রহণ এবং উদ্ধারকৃত ভিক্টিমদের পূর্ণ সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন। সভায় দেখানো হয় উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক নির্মিত ডকুমেন্টারি ভিডিও “আগুন পাখি”, যেখানে মানব পাচারের শিকারদের জীবনের গল্প ও প্রত্যাবর্তনের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়ন করছে, এবং খুলনা জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় এনজিও রূপান্তর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট