1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে রূপান্তরের ইন্টারেক্টিভ ডায়ালগ

মোঃ শহিদুল ইসলাম, দিঘলিয়া, খুলনা
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ ডায়ালগ।
দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ ডায়ালগ।

দিঘলিয়ায় রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি ইন্টারেক্টিভ ডায়ালগ। ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভাটি ১৯ মে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল এবং মূল আলোচনা উপস্থাপন করেন প্রকল্প কো-অর্ডিনেটর সুবল ঘোষ।

মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর

প্রধান অতিথির বক্তব্যে দেবাংশু বিশ্বাস বলেন, “অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা দালাল চক্রের ফাঁদে পড়ে মানব পাচারের শিকার হন। এটি রোধ করতে হলে প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা। বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মানব পাচার বিষয়ে তথ্য প্রচার করতে হবে।”

ডায়ালগে উপজেলায় মানব পাচারের বর্তমান পরিস্থিতি, সারভাইভারদের অভিজ্ঞতা, জনসচেতনতা বৃদ্ধি ও সিটিজেন ট্র্যাকিং কমিটির (CTC) ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত অতিথিদের মতামত ও আলোচনা

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন— উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম,সমাজ সেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ইউপি চেয়ারম্যান এস. এম. ফরিদ আক্তার, ম্যারেজ রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, শিক্ষক হুমায়ুন কবির, দিঘলিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিটিসি সদস্য মাবিয়া খাতুন।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়। এছাড়া, পাচার-প্রবণ পরিবারের মধ্যে সচেতনতা ছড়ানোরও পরামর্শ দেন তারা।

ডকুমেন্টারি প্রদর্শন: ‘আগুন পাখি’

অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক নির্মিত ‘আগুন পাখি’ শিরোনামের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে মানব পাচারের শিকার হওয়া সারভাইভারদের সংগ্রাম ও ফিরে আসার বাস্তব গল্প তুলে ধরা হয়।

আশ্বাস প্রকল্প সম্পর্কে সংক্ষেপে

আশ্বাস প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় খুলনা জেলায় পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে রূপান্তর নামক উন্নয়ন সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট