বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সবচেয়ে বড় নাম ইমরানুর রহমান। দীর্ঘ সাত-আট মাস চোটের কারণে প্রতিযোগিতা থেকে দূরে থাকার পর অবশেষে আবারও দৌড়ের ট্র্যাকে ফিরলেন তিনি। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে আবারও দেশের দ্রুততম মানবের খেতাব অর্জন করলেন ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার।
গত বছর প্যারিস অলিম্পিকে চোট পেয়ে দৌড় শেষ করতে না পারলেও হার মানেননি ইমরানুর। কঠিন পুনর্বাসন শেষে তিনি ফিরলেন দাপটের সঙ্গেই। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে দেশের দ্রুততম মানবের মুকুট হারিয়েছিলেন তিনি। সেই শিরোপা তখন ফিরে পান মোহাম্মদ ইসমাইল। তবে জাতীয় সামার মিটের মঞ্চে সেই ইসমাইলকেই হারিয়ে আবারও নিজের অবস্থান পাকা করলেন ইমরানুর।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম জাতীয় সামার মিটে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ইমরানুর। দর্শকদের প্রত্যাশা পূরণ করেই ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করেন তিনি। সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ইসমাইল ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
যুক্তরাজ্য প্রবাসী এই ক্রীড়াবিদ গত তিন বছরে বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নতুন ইতিহাস লিখেছেন। টানা তিনবার হয়েছেন দ্রুততম মানব। এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ২০২৩ সালে ৬০ মিটারে স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছিলেন তিনি। এছাড়া লন্ডনের এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ডে দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন ইমরানুর, যা এখনও বাংলাদেশের দ্রুততম সময় হিসেবে স্বীকৃত।
চোট কাটিয়ে এভাবে আবারও দ্রুততম মানবের মুকুট ফিরে পাওয়া ইমরানুর রহমান বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য নিঃসন্দেহে বড় একটি বার্তা। খেলাধুলা প্রেমীরা আশা করছেন, সামনে আন্তর্জাতিক আসরগুলোতেও তিনি দেশের পতাকা উঁচিয়ে ধরবেন।