1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

গল টেস্টে সাদমানের ফিফটি, নাঈমের ফাইফার ও শান্ত-মুশফিকের সেঞ্চুরি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
গল টেস্টে সাদমানের ফিফটি, নাঈমের ফাইফার ও শান্ত-মুশফিকের সেঞ্চুরি

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্ট ম্যাচে উত্তেজনা তুঙ্গে। ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একদিকে বাংলাদেশের সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক, অন্যদিকে লঙ্কানদের নিশাঙ্কা ও কামিন্দুর দৃঢ়তা—সব মিলিয়ে জমজমাট টেস্ট!

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম দেখিয়েছেন দৃঢ়তা। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির পথে ছিলেন, কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে এলবিডব্লিউ হন মিলান রত্নায়েকের বলে। শান্তর সঙ্গে তার ৬৮ রানের জুটি ভাঙে। ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম (৪) ও শান্ত (৩৩)।

গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর ১৪৮ ও মুশফিকুর রহিমের ১৬৩ রানে ভর করে ৪৯৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা করে ৪৮৫ রান, ফলে প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার এনামুল হক বিজয় ও মুমিনুল হক ব্যর্থ হয়ে ফেরেন। তবে সাদমানের ফিফটি ও শান্তর দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

তৃতীয় দিন নিশাঙ্কা দারুণ ব্যাটিং করে ১৮৭ রান করে বোল্ড হন হাসান মাহমুদের বলে। এর আগে ১১৯ রানে একবার ক্যাচ মিস হয়েছিল তার। তার ইনিংসে ছিল ২৩টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের স্পিনার নাঈম হাসান ৫ উইকেট নিয়ে বড় ধাক্কা দেন শ্রীলঙ্কাকে। লাঞ্চের পরপরই মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা, যার তিনটিই নেন নাঈম।

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৮৭ রান করে ফেরেন, সেঞ্চুরি হাতছাড়া হয় তার। তবুও তার ইনিংস দলকে ভালো সংগ্রহে পৌঁছাতে সাহায্য করে।

ম্যাচের শুরুর দিকেই ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও মুশফিকুর রহিম ১৬৩ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে লিটন দাস (৯০) ফিরলে কিছুটা হতাশা জাগে।

প্রথম ইনিংসে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ৪ উইকেট, থারিন্দু রত্নায়েন ও মিলান রত্নায়েকে প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।

সামগ্রিক চিত্র

ইনিংস দল রান
১ম ইনিংস বাংলাদেশ ৪৯৫
১ম ইনিংস শ্রীলঙ্কা ৪৮৫
২য় ইনিংস (চলমান) বাংলাদেশ ১৩২/৩ (৪৫ ওভার)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট