ঝিনাইদহে ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা ব্যানার ও লিফলেট হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, মাঠ পর্যায়ে কাজের স্বীকৃতি ও নিরাপত্তা, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ, আক্তার হোসেনসহ আরও অনেকে।
তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে টিকাদান, মা ও শিশুর সেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ এখনো তারা প্রাপ্য স্বীকৃতি ও মর্যাদা থেকে বঞ্চিত। ৬ দফা দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কর্মবিরতি, মানববন্ধনসহ কেন্দ্রীয়ভাবে ঢাকায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।