1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ঝিনাইদহে ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা ব্যানার ও লিফলেট হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, মাঠ পর্যায়ে কাজের স্বীকৃতি ও নিরাপত্তা, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ, আক্তার হোসেনসহ আরও অনেকে।

তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে টিকাদান, মা ও শিশুর সেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ এখনো তারা প্রাপ্য স্বীকৃতি ও মর্যাদা থেকে বঞ্চিত। ৬ দফা দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কর্মবিরতি, মানববন্ধনসহ কেন্দ্রীয়ভাবে ঢাকায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট