জাতিসংঘ মানবাধিকার কমিশনের বাংলাদেশ অফিস স্থাপন এবং হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে ‘জঙ্গি নাটক’ হিসেবে চিত্রিত করার অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। রোববার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া ও মুফতি এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াচ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা হলে দেশের জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তারা আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণে বিদেশিদের প্রভাব বাড়তে পারে। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, হেফাজতে ইসলামের পূর্বঘোষিত ও শান্তিপূর্ণ সমাবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জঙ্গি নাটক’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে, যা নিন্দনীয় ও পরিকল্পিত।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করে ইসলামপন্থী রাজনীতিকে বিতর্কিত করা হচ্ছে। তারা অবিলম্বে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের জোর দাবি জানান এবং ভবিষ্যতে ধর্মীয় সমাবেশগুলো যেন যথাযথ সম্মান ও আইনি সুরক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে, সেই আহ্বান জানান।
হেফাজতের এ সংবাদ সম্মেলন ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ বিষয়ে প্রশাসনেরও একটি স্পষ্ট অবস্থান গ্রহণ প্রয়োজন।