1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, হতাশ ভক্তরা - RT BD NEWS
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, হতাশ ভক্তরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল। মতবিরোধের কারণে ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না ‘বাবুভাইয়া’। অনিশ্চিত ছবির ভবিষ্যৎ।

২০০০ সালের ‘হেরা ফেরি’ শুধু একটি সিনেমা ছিল না, ছিল একটি হাস্যরসাত্মক অধ্যায়—যেখানে রাজু, শ্যাম ও বাবুভাইয়ার ত্রয়ী দর্শকের মনে গেঁথে গিয়েছিল চিরদিনের জন্য। ২০২২ সালে যখন ঘোষণা আসে, ফিরছে ‘হেরা ফেরি ৩’, তখন লাখো ভক্তের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যায়।

সম্প্রতি মহরতও সম্পন্ন হয় ‘হেরা ফেরি ৩’-এর। কিন্তু ঠিক তখনই আসে এক দুঃসংবাদ—সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন ‘বাবুভাইয়া’ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। ভক্তদের জন্য এটি এক প্রকার হৃদয়বিদারক খবর।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণেই তিনি আর এই প্রকল্পের অংশ থাকছেন না। যদিও মতভেদ ঠিক কী নিয়ে, তা তিনি খোলাসা করেননি।

পরেশ রাওয়াল সেই অভিনেতা, যিনি রাজু ও শ্যামের মাঝখানে ভারসাম্য তৈরি করতেন। তার সংলাপ, হাস্যরস এবং উপস্থিতি ‘হেরা ফেরি’-কে পূর্ণতা দিয়েছিল। তাই তার অনুপস্থিতিতে সিনেমার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এখন প্রশ্ন উঠছে, বাবুভাইয়ার চরিত্রে কাকে নেওয়া হবে? ভক্তরা চান, যেন মতবিরোধ মিটিয়ে পরেশ রাওয়ালই ফিরে আসেন তার নিজস্ব চরিত্রে।

‘হেরা ফেরি’ মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এরপর ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। প্রায় ১৯ বছর পর নির্মিত হতে চলেছে এর তৃতীয় কিস্তি। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কাহিনি বা কাস্টিং সংক্রান্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট