1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে মাদ্রাসা শিক্ষকদের বেতন আটকে রাখার প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা শিক্ষকদের বেতন আটকে রাখার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষ পরিবর্তন ও বেতন সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) এফ. করিম আলিম মাদ্রাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জুলাই ২০২৫ মাসের বেতন অযৌক্তিক ও খামখেয়ালিভাবে আটকে রাখার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টায় মাদ্রাসা সম্মুখে ইন্দুরকানী–বালিপাড়া মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে মাদ্রাসার সব শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে প্রভাষক মাওলানা ছরোয়ার হোসাইন অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রিয়াজুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে অযোগ্যতা ও খামখেয়ালিপনার কারণে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে, যা পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ঘটনাও ঘটছে। তিনি দ্রুত অধ্যক্ষ পরিবর্তনের দাবি জানান।

প্রভাষক মাওলানা মো. মাহবুবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিনিয়র শিক্ষকদের মতামত উপেক্ষা করে কয়েকজনের পরামর্শে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এতে প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে এবং শিক্ষকদের প্রাপ্য বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিভাবক মো. নাজমুল হোসেন জানান, তার ছেলে নিয়মিত ক্লাস না পাওয়ায় এবং শিক্ষকদের বিভক্তির কারণে পড়াশোনার মান কমে যাচ্ছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রিয়াজুল ইসলাম জানান, আল ফাতাহ প্রকাশনী থেকে পাওয়া ১৫ হাজার টাকা শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কিন্তু সভাপতি বেতন বিলের স্বাক্ষর দিলেও শর্ত দিয়েছেন—প্রকাশনীর টাকা জমা না দিলে বেতন বিল ব্যাংকে জমা দেওয়া হবে না।

ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক) মাওলানা মো. জহুরুল ইসলাম দাবি করেন, তিনি বেতন আটকে রাখেননি; বরং শিক্ষকদের বিভিন্ন খাতে অপচয়ের কারণে প্রকাশনীর টাকা ফেরত চেয়েছেন মাদ্রাসার উন্নয়নের স্বার্থে। শিক্ষকরা জানান, সমস্যার দ্রুত সমাধান না হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট