নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) সম্প্রতি এমন এক অজানা ও অস্বাভাবিক গ্যালাক্সি শনাক্ত করেছে, যা ব্ল্যাক হোলের গঠন প্রক্রিয়া নিয়ে প্রচলিত তত্ত্বকে চ্যালেঞ্জ করছে। গ্যালাক্সিটির আকৃতি ইংরেজি ‘∞’ বা ইনফিনিটি চিহ্নের মতো হওয়ায় এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন “ইনফিনিটি গ্যালাক্সি”। গ্যালাক্সিটির কেন্দ্রস্থলে যে ব্ল্যাক হোল দেখা গেছে, তা এখনো গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বিজ্ঞানীদের কাছে “Direct Collapse Black Hole” তত্ত্বের সম্ভাবনাকে জোরালো করছে।
এই ইনফিনিটি গ্যালাক্সির দুটি লাল নিউক্লিয়াস ও প্রতিটির চারপাশে একটি করে রিং রয়েছে। দুই রিং একত্রে ইনফিনিটি আকৃতি তৈরি করেছে। দুই নিউক্লিয়াসের মাঝখানে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন একটি সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যা কোনো নিউক্লিয়াসে নয় বরং একটি গ্যাসময় অঞ্চলে অবস্থান করছে—এটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। বিস্ময়করভাবে, উভয় নিউক্লিয়াসেও পৃথক ব্ল্যাক হোল রয়েছে। অর্থাৎ, একটি গ্যালাক্সি সিস্টেমে তিনটি ব্ল্যাক হোল সক্রিয়ভাবে অবস্থান করছে!
এখন পর্যন্ত ব্ল্যাক হোল গঠনের দুটি তত্ত্ব প্রচলিত—লাইট সিড এবং হেভি সিড। লাইট সিড অনুসারে, ছোট ব্ল্যাক হোল একত্রিত হয়ে বড় হয়। কিন্তু প্রাথমিক মহাবিশ্বে এত বিশাল ব্ল্যাক হোল পাওয়ার ব্যাখ্যায় এটি যথেষ্ট নয়। অন্যদিকে, হেভি সিড মডেল বলছে, একটি বিশাল গ্যাসীয় মেঘ সরাসরি ধসে গিয়ে এক ধাক্কায় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে রূপ নিতে পারে। এই ইনফিনিটি গ্যালাক্সির পর্যবেক্ষণ সেই “হেভি সিড বা Direct Collapse” তত্ত্বকে সমর্থন করছে।
নাসার ডিরেক্টরস ডিসক্রিশনারি টাইম (DDT) প্রজেক্টের আওতায় জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে করা ফলো-আপ গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক হোলটি ঘিরে রয়েছে বিপুল পরিমাণ আয়নিত হাইড্রোজেন গ্যাস। এর গতি আশপাশের গ্যাসের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ (প্রতি সেকেন্ডে প্রায় ৫০ কিমি), যা প্রমাণ করে এটি বাইরে থেকে এসে পড়েনি, বরং সেখানেই জন্ম নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর ড. পিটার ভ্যান ডকুম বলেন, “এই গ্যালাক্সির প্রতিটি বৈশিষ্ট্য অস্বাভাবিক। ব্ল্যাক হোলের অবস্থান, গঠন ও সক্রিয়তা সবই আমাদের বিদ্যমান জ্ঞানের বাইরে। আমরা হয়তো প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের জন্ম প্রত্যক্ষ করছি।”
এই আবিষ্কার শুধু একটি রহস্য উন্মোচনই নয়, বরং মহাবিশ্বে ব্ল্যাক হোল সৃষ্টির নতুন রূপরেখা তুলে ধরেছে। ভবিষ্যতের গবেষণায় এই ইনফিনিটি গ্যালাক্সি হতে পারে ব্ল্যাক হোল জেনারেশনের অন্যতম ক্লু।