ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ১৭তম আইপিএল আসর।
শুক্রবার (৯ মে) আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে নিরাপত্তা হুমকির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সকালেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বড় ধরনের নিরাপত্তা হুমকি পাওয়া যায়। স্টেডিয়াম কর্তৃপক্ষ এক বেনামি ইমেইল পায়, যেখানে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
হুমকি বার্তায় দাবি করা হয়, ভারতের বিভিন্ন রাজ্যে ‘স্লিপার সেল’ সক্রিয় আছে, যারা পাকিস্তান-সমর্থিত এবং ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পরিকল্পনার অংশ। এই সেলগুলো বিভিন্ন ক্রীড়া ও জনসমাগম স্থানে হামলা চালাতে প্রস্তুত।
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাৎক্ষণিকভাবে বিষয়টি দিল্লি পুলিশকে জানায়। এরপরেই স্টেডিয়ামে বিস্তারিত তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ডিডিসিএর একজন শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমরা হুমকি পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, এবং তারা তদন্ত শুরু করেছে।”
দেশজুড়ে বিভিন্ন শহরে ক্রিকেট স্টেডিয়াম ও খেলোয়াড়দের হোটেলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইপিএল আয়োজক কমিটি জানায়, “সমর্থকদের ও খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব নয়।”
এখন পর্যন্ত জানানো হয়েছে, পরবর্তী সূচি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে ঘোষণা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের খেলা চালু হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে।