1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভারত-পাকিস্তান উত্তেজনায় নিরাপত্তা শঙ্কা, আইপিএল স্থগিত - RT BD NEWS
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত ভারত-পাকিস্তান উত্তেজনায় নিরাপত্তা শঙ্কা, আইপিএল স্থগিত তাহলে অন্তর্বর্তী সরকার জানে কী?: তারেক রহমান হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট ১২ মে জমা শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ, বিএনপির অনুপস্থিতি হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় নিরাপত্তা শঙ্কা, আইপিএল স্থগিত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ১৭তম আইপিএল আসর।

শুক্রবার (৯ মে) আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে নিরাপত্তা হুমকির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সকালেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বড় ধরনের নিরাপত্তা হুমকি পাওয়া যায়। স্টেডিয়াম কর্তৃপক্ষ এক বেনামি ইমেইল পায়, যেখানে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

হুমকি বার্তায় দাবি করা হয়, ভারতের বিভিন্ন রাজ্যে ‘স্লিপার সেল’ সক্রিয় আছে, যারা পাকিস্তান-সমর্থিত এবং ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পরিকল্পনার অংশ। এই সেলগুলো বিভিন্ন ক্রীড়া ও জনসমাগম স্থানে হামলা চালাতে প্রস্তুত।

দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাৎক্ষণিকভাবে বিষয়টি দিল্লি পুলিশকে জানায়। এরপরেই স্টেডিয়ামে বিস্তারিত তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ডিডিসিএর একজন শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমরা হুমকি পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, এবং তারা তদন্ত শুরু করেছে।”

দেশজুড়ে বিভিন্ন শহরে ক্রিকেট স্টেডিয়াম ও খেলোয়াড়দের হোটেলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইপিএল আয়োজক কমিটি জানায়, “সমর্থকদের ও খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

এখন পর্যন্ত জানানো হয়েছে, পরবর্তী সূচি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে ঘোষণা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের খেলা চালু হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট