ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র্যালি।
রবিবার (৮ জুন) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩ হাজার মোটরসাইকেল এই ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়।
র্যালিটি ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বেলা ১টার দিকে আবারো নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয়।
র্যালির পুরো সময়জুড়ে মাওলানা আবু তালিব সাধারণ জনগণকে হাত নাড়িয়ে ঈদ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই ঈদের আনন্দকে জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, তাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা আবু তালিব, এমপি পদপ্রার্থী, ঝিনাইদহ-৪, মাওলানা ওলিউর রহমান, সাবেক উপজেলা আমীর, এবং অন্যান্য স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।
এই ঈদ পরবর্তী বর্ণাঢ্য র্যালি স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। নির্বাচনী মাঠে আগাম প্রস্তুতি ও জনগণের মাঝে সরব উপস্থিতির বার্তাই যেন দিয়ে গেল এই র্যালি।