ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা দরে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যেখানে একটি জমির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা, সেখানে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র ২ লাখ টাকা। তাছাড়া কোনো বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ আংশিক ক্ষতিপূরণ দিচ্ছে।
বক্তারা জোর দিয়ে বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু জমি ও প্রতিষ্ঠানের ন্যায্য মূল্য ছাড়া এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত হওয়া মেনে নেব না।” তারা দ্রুত সঠিক মূল্য নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সব রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।