1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫ - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫

ঝিনাইদহের সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের এই ঘটনা ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিঘিরপাড় গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ বিশ্বাসের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রবিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজওয়ান বিশ্বাসের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর রাতেই আলিম উদ্দিনের নেতৃত্বে নায়ক বিশ্বাস, সাহেব বিশ্বাস, মনিরুল বিশ্বাস ও মুকাদ্দাসসহ কয়েকজন মিলে রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

হামলা ঠেকাতে গেলে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “দিঘিরপাড় গ্রামে সামাজিক বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট