বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী সেবা দেন।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, জনগণের পাশে দাঁড়াতে বিএনপি সবসময় বদ্ধপরিকর এবং এই ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।