1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশে ককটেল বিস্ফোরণ, উত্তপ্ত পরিস্থিতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশে ককটেল বিস্ফোরণ, উত্তপ্ত পরিস্থিতি

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু-এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য শৈলকুপা উপজেলা বিএনপির একটি অংশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়ন্ত কুন্ডু বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশে অংশ নিতে এলে, মাঠের এক পাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এই ঘটনায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুন্ডু বলেন, “ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হোক।”

এই ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “রামচন্দ্রপুর বাজারে সামান্য উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “বিস্ফোরণ হওয়া বস্তুগুলো হয়তো পটকা বা বাজি ছিল।” তবে এলাকাবাসী ও রাজনৈতিক কর্মীদের মতে, এটি সুনির্দিষ্টভাবে ভয়ভীতি দেখানোর একটি প্রচেষ্টা হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট