1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের পায়রা চত্বরে রেলপথ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

র্মসূচিতে বক্তব্য দেন— রেল আব্দুল্লাহ, সভাপতি, আরিয়া ইয়াসমিন লিম্পা, সাধারণ সম্পাদক, হোসান ইমাম (হিমু), সহ-সভাপতি, ইফাজ তানভীর মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান মিনার, দপ্তর সম্পাদক, তারেক মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক, মাহবুব মল্লিক, কার্যনির্বাহী সদস্য, শাহিনূর রহমান লিটন, সাংস্কৃতিক কর্মী,গাউস গোর্কী, সামাজিক ব্যক্তিত্ব, আনোয়ার পারভেজ মাসুম ও জিহান লিমন সহ আরও অনেকে।

এছাড়া জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহর এখনও রেল সংযোগ থেকে বঞ্চিত। তারা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জোর দাবি জানান।

তাদের মতে, “এই রেলপথ বাস্তবায়িত হলে ঝিনাইদহ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে দ্রুত যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।” রেলপথ বাস্তবায়ন পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহবাসীর এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত রেললাইন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট