1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ঝিকরগাছায় এক সংখ্যালঘুকে অপহরণ পূর্বক ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেবার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
যশোরের ঝিকরগাছায় পলাশ বিশ্বাস নামে এক সংখ্যালঘু নাগরিককে জোরপূর্বক তুলে নিয়ে ৯টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হলেও ওসি ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।

ওসি বল্লেন ঘটনার সত্যতা নেই, বাদী একটা হারামজাদা

শোর ঝিকরগাছা উপজেলায় পলাশ বিশ্বাস (৪৩) নামে এক সংখ্যালঘুকে জোরপূর্বক তুলে নিয়ে ৯টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী পলাশ বিশ্বাস গত ৬ অক্টোবর ঝিকরগাছা দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনের নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে জানান, গত ৫ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে পলাশ বিশ্বাস ঝিকরগাছা শহরে কৃষ্ণনগরে তার বন্ধু বৃন্দাবন পাল এর জুয়েলার্সের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কালো রংয়ের মাইক্রোবাস আসে। এরপর মাইক্রোবাস থেকে নেমে হাসান কবিরসহ অজ্ঞাত চার ব্যাক্তি তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান কবিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত কবিরের সঙ্গী সাইফুল ইসলাম তাকে আটকে মারপিট ও নানা ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ৯টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন। পলাশ বিশ্বাস তার অভিযোগে আরো উল্লেখ করেছেন, তার বন্ধু নাসরুল ইসলামের একটি চেক ডিজঅনার মামলার তিনি স্বাক্ষী ছিলেন। সেই মামলার বিবাদিরাই পলাশকে তুলে নিয়ে মারপিট ও হুমকি দিয়ে ফাঁকা ষ্টাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। পলাশের ভার্য্য, আমি এখনও কোন স্টাম্প ফেরত পায়নি। বর্তমান পরিবেশ পরিস্থিতির কারনে বিষয়টি মিমাংসা করে নিতেও বাধ্য হতে পারি। অপহরণের ভিডিও ফুটেজ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে ঝিকারগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনার কোন সত্যতা নেই। টাকা পয়সা লেনদেনের বিষয় ছিলো এটা ওরা স্থানিয়ভাবে মিমাংসা করে নিয়েছে। তবে প্রতিনিধির কাছে ঘটনার সিসি টিভির ফুটেজ আছে এমন কথার উত্তরে তিনি বলেন সিসি টিভির ফুটেজ কেনো আরো কতো কিছু দিবে? পলাশ একটা হারামজাদা ছেলে। বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেয়না। পালিয়ে ছিল, পরে ওরে ধরে স্থানিয় ভাবে মিমাংসা করে নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট