1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫
ঝিনাইদহে জাতীয় ফল মেলা ২০২৫-এ স্টলে প্রদর্শিত দেশীয় নানা প্রজাতির ফল ও কৃষি প্রযুক্তি। মেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা।

এবারের ফল মেলায় ৫টি স্টলে প্রায় ৫০ প্রকার দেশীয় ফল ও ফল চাষে ব্যবহৃত উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষক ও দর্শনার্থীদের জন্য এটি একটি শিক্ষামূলক আয়োজন হিসেবে কাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে ২১ জুন ২০২৫ পর্যন্ত।

আয়োজকরা মনে করেন, দেশীয় ফলের উৎপাদন বাড়ানো, ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে, এই জাতীয় ফল মেলার গুরুত্ব অপরিসীম। মেলা ঘুরে দেখে স্থানীয় কৃষকরাও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে দেশীয় ফল চাষে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট