1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

জুলাই শহীদের স্মরণে কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
কালীগঞ্জে জুলাই শহীদের স্মরণে হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলজ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হবে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহীদ নুর আলী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন হামিদুল ইসলাম হামিদ। তার সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু বলেন, “জুলাই শহীদদের স্মরণে এমন একটি সচেতনতা ও পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধু শহীদদের স্মরণই নয়, বরং পরিবেশ সংরক্ষণের দিকেও একটি ইতিবাচক পদক্ষেপ।”

বিএনপি নেতা হামিদুল ইসলাম বলেন, “দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে আমরা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য এবং পরিবেশের জন্যও কাজ করার একটি মাধ্যম।” তিনি আরও জানান, জুলাই ২০২৪-এ যারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকারের জন্য শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতি অমর করে রাখতেই এই বৃক্ষরোপণ।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমাদের লক্ষ্য হলো—সবুজ বিপ্লব গড়ে তোলা এবং শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের মাহবুবুর রহমান মিলন, ছাত্রদলের এ আর শফিক, সামিউল নাঈমুর রহমান পিয়াস, রাকিব হোসেন, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের শাওন আহমেদ, তাজুল, বাপ্পি, শ্রমিক নেতা আক্তার হোসেন, জাসাসের আহ্বায়ক কবির বিশ্বাস, কলেজ শিক্ষক আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই উদ্যোগ রাজনৈতিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের একটি যুগপৎ বার্তা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট