1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি

কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে বোনের জমি থেকে দুইটি রেইনট্রি গাছ কেটে বিক্রি করেছে ভাই আবুল কাশেম। এতে বাধা দিলে বোন রোকেয়া বেগম ও তার সন্তানরা মারধরের শিকার হন।

ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে বোনের পৈত্রিক সম্পত্তির জমি থেকে দুইটি বড় রেইনট্রি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংঘর্ষে বোন রোকেয়া বেগম (৫৫), তার ছেলে ও মেয়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারখিদ্দা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল গণী বিশ্বাসের ছেলে আবুল কাশেম ও তার দুই বোনের মধ্যে রোকেয়া বেগম ছোট। প্রায় ৩০ বছর আগে রোকেয়া বেগমের স্বামী মৃত শাহজান শেখ জমিতে কয়েকটি রেইনট্রি গাছ রোপণ করেন। এর মধ্যে সম্প্রতি দুইটি গাছ কাটতে উদ্যোগ নেন আবুল কাশেম।

রোকেয়া বেগম জানান, তার নামে রেকর্ডকৃত প্রায় ৯ শতাংশ জমি তারা ভোগদখল করে আসছেন। জমিতে বিভিন্ন ফলজ গাছও রয়েছে। কিন্তু গত ২২ আগস্ট খবর পান তার ভাই গাছ বিক্রির পরিকল্পনা করছে। স্থানীয়দের মাধ্যমে আলোচনার আশ্বাস দেওয়া হলেও ২৩ আগস্ট আবুল কাশেম লোকজন নিয়ে জোরপূর্বক দুইটি রেইনট্রি গাছ কেটে নেয় এবং বাধা দিতে গেলে রোকেয়া বেগম ও তার সন্তানদের মারধর করে আহত করে।

পরে রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আবুল কাশেমকে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু তিনি পুলিশের নির্দেশ অমান্য করে দুই দিন পর আবার গাছ কাটেন। এ কারণে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হলেও তা উপেক্ষা করে গাছ বিক্রি করা হয়।

তত্তিপুর ফাঁড়ির আইসি এসআই শামিম বলেন, “বিষয়টি জানার পর আমি আবুল কাশেমকে গাছ কাটতে নিষেধ করি। কিন্তু তিনি বলেন, আমার বাবার লাগানো গাছ আমি বিক্রি করব। এমনকি আদালতের ১৪৪ ধারাকেও তিনি মানেননি। বর্তমানে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট