বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ নির্বাচন প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
দুপুর থেকেই কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের সরকারি ভূষণ স্কুল মাঠে সমবেত হতে থাকেন। বিকেল ৪টার পর বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুন হাতে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে ভূষণ স্কুল সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “পলাতক ফ্যাসিবাদী সরকারের দোসররা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সৈনিকরা সর্বদা রাজপথে প্রস্তুত থাকবে। কোনো অপশক্তিই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, ওহেদ লস্কর, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি লুৎফর রহমান লেন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, ছাত্রদল আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভন, পৌর আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।