ঝিনাইদহের কালীগঞ্জ শহরের অন্যতম পুরোনো ও সুনামধন্য ব্যবসায়ী পরিবার ‘মল্লিক ব্রাদার্স’-এর মালিক বিকাশ চন্দ্র মল্লিকের পরিবার হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে ব্যবসা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক বিনয় মল্লিক ও তার পরিবারের সদস্যদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শহরজুড়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা রকম জল্পনা-কল্পনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত “মেসার্স মল্লিক ব্রাদার্স” দীর্ঘদিন ধরে সুপ্রতিষ্ঠিত একটি ব্যবসাপ্রতিষ্ঠান। দেশ স্বাধীনের আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর বড় ছেলে বিনয় মল্লিক ব্যবসাটি পরিচালনার দায়িত্ব নেন। তবে বৃহস্পতিবার থেকে তিনি ও তার পরিবার নিখোঁজ রয়েছেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, বর্তমানে সেখানে বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না। তিনি জানান, তারা রেজিস্ট্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। তবে ঠিক কত টাকায় কেনা হয়েছে—এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা ও সংশয়। কেউ বলছেন, সংখ্যাগুরু চাপে বা চাঁদাবাজদের কবল থেকে রক্ষা পেতে পরিবারটি হয়তো ভারতে পালিয়ে গেছেন। আবার কেউ বলছেন, ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর কাছে বড় অংকের ঋণ রেখে গোপনে দেশত্যাগ করেছেন। তবে এসব গুঞ্জনের পেছনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭১১-৩৮৫১২৯) একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, “শুনেছি তারা হয়তো প্রতিষ্ঠান বিক্রি করে ভারতে চলে গেছেন। তবে এটা এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, এমন একটি প্রতিষ্ঠিত পরিবার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া সত্যিই অস্বাভাবিক এবং উদ্বেগজনক। ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।