ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কৃষি উন্নয়নভিত্তিক পার্টনার কংগ্রেস ২০২৪। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।
এটি ২০২৪-২৫ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি।
বক্তারা বলেন, “কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যমে একত্রিত করে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে। কৃষি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষকবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, PARTNER কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেখ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা স.ম. রাশিদুল ইসলাম, সমকাল প্রতিনিধি জামির হোসেন, এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা সমন্বিত কৃষি উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, ও সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির রূপান্তর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন,
“এই উদ্যোগের ফলে কৃষক ও উদ্যোক্তারা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া।