ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। এসময় উপজেলার ৩০০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে ও আধুনিক কৃষি চর্চা উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল প্রতিনিধি জামির হোসেন, জিটিভি প্রতিনিধি ওলিয়ার রহমান, বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবিরসহ স্থানীয় উপকারভোগী কৃষকেরা।
কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, বিনামূল্যে সার ও বীজ পেয়ে তারা তাদের কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।