ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কোলা বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম। এ সময় জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে কোলা বাজারের মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মঙ্গলবার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করছিল।
কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, “নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদনবিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ এবং এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে। এ ধরনের অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।