1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালকে অভিনন্দন ও দোয়া মাহফিল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর দিঘলিয়ায় আজিজুল বারী হেলালকে অভিনন্দন জানিয়ে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে দলীয় প্রার্থী ঘোষণা করায় আনন্দে মেতে উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ব্যানারে দেশনেত্রী ও তারেক রহমানের ছবি সম্বলিত শুভেচ্ছা বার্তা স্থান পায়।

দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এবং জেলা মহিলা দলের নেত্রী এডভোকেট সেতারা বেগম।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, জাসেদ কবির জুয়েল, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রার্থিতা খুলনা-৪ আসনের জনগণের জন্য গর্বের।”

তারা আরও বলেন, “আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।” বক্তারা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উৎসবমুখর পরিবেশে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি ছিল দলীয় প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট