খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় ছোরা উদ্ধারসহ একাধিক মামলার আসামি আমিরুল শেখ (৩৪) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী আমিরুল শেখের বাড়িতে অভিযান চালায়। তার তথ্য অনুযায়ী বাড়ির সিড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। আটক আমিরুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে অস্ত্র আইনে মামলা (মামলা নং- ০৭, তারিখ: ১৪-০৮-২০২৫) দায়ের করা হয়।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, অভিযানে অস্ত্র উদ্ধারের জন্য রাতভর সাঁড়াশি অভিযান চালানো হয়, তবে অতিরিক্ত কোনো অস্ত্র পাওয়া যায়নি। তিনি বলেন, “মাদক, অস্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
আটক আমিরুলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।