1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অক্টোবরের ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

দিঘলিয়ায় বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব কে এম জিন্নাত আলী ইন্তেকাল করেছেন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পিপি) আলহাজ্ব কে এম জিন্নাত আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আইনজীবী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আইনজীবী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া, জানাজায় মানুষের ঢল

খুলনার দিঘলিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব কে এম জিন্নাত আলী (৭৪) বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামানের চাচা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি খুলনার আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহের আজীবন সদস্য ছিলেন। সমাজকল্যাণমূলক কাজে তাঁর অবদান ছিল অনন্য।

জীবনের প্রতিটি পর্বে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে খুলনা আদালতপাড়া ও দিঘলিয়া অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সকাল ১০টায় খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় প্রথম জানাজা এবং যোহরের পর দিঘলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের ভাইপো মাওলানা রেজোয়ান নামাজে জানাজার ইমামতি করেন।

জানাজায় উপস্থিত ছিলেন— দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি আজিজুর রহমান সোহেল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, হাফেজ অলিউল্লাহ, খান রওশন আলী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অসংখ্য এলাকাবাসী।

এদিকে তাঁর মৃত্যুতে খুলনা জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। রবিবার তাঁর স্মরণে আদালত অঙ্গনে শোকসভা অনুষ্ঠিত হবে এবং সেদিন আদালতের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল হাসান রুবা।

তাঁর মৃত্যুতে দিঘলিয়া প্রেসক্লাবও গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলহাজ্ব কে এম জিন্নাত আলী ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, বিনয়ী ও আদর্শবান মানুষ। তাঁর সততা ও নৈতিকতা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট