1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোটচাঁদপুরে শেয়াল মারা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষক ও গরুর মৃত্যু পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব

কোটচাঁদপুরে শেয়াল মারা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষক ও গরুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক শাহাদত হোসেন ও একটি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক কৃষক। পুলিশ বাগান মালিককে আটকের চেষ্টা করছে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে স্থাপন করা বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার তারসার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম শাহাদত হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালসার গ্রামের ড্রাগন ফলের বাগান রক্ষায় মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে কৃষক শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের কৃষক ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় গরুর পায়ে তার জড়িয়ে গেলে গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। গরুটি উঠাতে গিয়ে শাহাদত হোসেন ও ইকতার বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও গরুটি মারা যায়। আহত ইকতারকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। প্রাণঘাতী বৈদ্যুতিক তার ফাঁদ হিসেবে ব্যবহার করায় এ ধরনের ঝুঁকি বাড়ছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। নিহত কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট