1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
"মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওবাইদুর রহমানের মৃতদেহ ভারতের মধুপুর এলাকা থেকে উদ্ধার হয়।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওবাইদুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওবাইদুর রহমান মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে গোপালপুর গ্রামের ৭-৮ জন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করে। রাত প্রায় দেড়টার দিকে তারা ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর এলাকায় বিএসএফের টহল দলের মুখোমুখি হয়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে বেশিরভাগ লোক পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলেও ওবাইদুর রহমানসহ দু’জন ফিরে আসতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএসএফ সদস্যরা ওবাইদুর রহমানকে আটক করে বস্তায় মুড়িয়ে অমানুষিক নির্যাতন চালায় এবং পরে গুলি করে হত্যা করে।

রোববার (২৭ এপ্রিল) সকালে ভারতের মধুপুর এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভারতের বাগদা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি ওবাইদুর রহমানের। নিহতের আরেক সঙ্গীর খোঁজ এখনও পাওয়া যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা প্রশাসনও অবগত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশির মরদেহ পড়ে থাকার খবর বিজিবির মাধ্যমে তারা পেয়েছেন। বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট