1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, “১৯৭১ সাল আমাদের জন্য যেমন বিজয়ের আনন্দ বয়ে এনেছে, তেমনি হারানোর গভীর বেদনাও রেখে গেছে।” তিনি বলেন, বাঙালির বিজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করতে বাংলার সূর্য সন্তানদের হত্যা করে।

তিনি আরও বলেন, “১৪ ডিসেম্বর খুঁজে খুঁজে ১১১ জন বুদ্ধিজীবীকে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ডিসেম্বর মাসেই সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল।” শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ইউএনও হারুন অর রশিদ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, আব্দুল হামিদ, নিরাপদ বিশ্বাসসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভাটি ছিল গভীর শ্রদ্ধা, শোক ও দেশপ্রেমে পরিপূর্ণ। বক্তারা সবাই একমত পোষণ করেন যে, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট